করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকে তিনি আইসোলেশনে আছেন।
আজ ১০ এপ্রিল শনিবার সকালে গণমাধ্যমকে আকরাম খান জানান, শুক্রবার করোনার নমুনা দেই। সন্ধ্যা রিপোর্ট পাওয়ার পর জানতে পারি যে আমি করোনা আক্রান্ত। এরপর থেকে বাসায় আইসোলেশনে রয়েছি।
উল্লেখ্য, আকরাম খান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্টে ও ৪৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।


