সাবেক সাংসদ ও অভিনেত্রী কবরী আইসিইউতে

0


 

দেশের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে খ্যাতনামা এই অভিনেত্রীকে।


কবরীর ব্যক্তিগত সহকারি নুরুদ্দিন বলেন,বুধবার রাতে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে তাকে আইসিইউতে নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে। কুর্মিটোলা হাসপাতাল কতৃপক্ষ অনেক চেষ্টা করেও আইসিইউর ব্যবস্থা করতে পারেনি। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল আইসিউতে ম্যাডামের ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তার ফুসফুস এর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সবার কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।


উল্লেখ্য, গত ৫ এপ্রিল কবরীর (কোভিড-১৯) করোনা ভাইরাস এর রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওই দিন রাতে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top