মসজিদে নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন

0


 

পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকার দেশের সকল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম-মুয়াজ্জিন সহ সর্বোচ্চ ২০ জন মুসল্লী নির্দিষ্ট করে দিয়েছেন। এছাড়া তারাবির নামাজেও খতিব, ইমাম, হাফেজ মোয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন জামাতে নামাজ পড়তে পারবেন।


১২ এপ্রিল সোমবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে তারাবির নামাজে খতিব, ইমাম হাফেজ, মোয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন।  প্রতি ওয়াক্তের নামাজে ২০ জনের বেশি মুসল্লী অংশগ্রহণ করতে পারবেন না। জুমার নামাজের ক্ষেত্রেও মুসল্লিদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের আহবান করা হয়। এছাড়া রমজান মাসে কোন ধরনের ইফতার মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।


উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের দ্বিতীয় দফা কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউন এর সময় জরুরি পরিবহন ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে। এ সময় জনগণের চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। তাই কঠোর লকডাউন এর অংশ হিসেবে মসজিদে মুসল্লী সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top