করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চলতি বছরের দ্বিতীয় ধাপের লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
১২ এপ্রিল সোমবার ভোর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশী থাকলেও বিকেল থেকে বাড়তে থাকে লকডাউনের বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ।
উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে প্রথম ধাপের লকডাউনের সময় থেকেই শিমুলিয়া থেকে মাঝিকান্দি ও বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় স্পিড বোটে ও ফেরিতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অনেককে জীবনের ঝুঁকি নিয়ে টলারে পদ্মা নদী পার হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শিমুলিয়া - বাংলাবাজার নৌরুটে ১৪ টি ফেরি চলাচল করছে।ফেরি গুলোতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে। ঘাটে প্রায় পাঁচ শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেট কার এবং কয়েক শতাধিক পণ্যবাহী যানবাহন অপেক্ষমাণ রয়েছে। লকডাউনের লঞ্চ বন্ধ থাকায় ফেরিক গুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।


