খোঁজ মিলেছে বিমানবন্দরে ফেলে যাওয়া শিশুর মায়ের…কিন্তু...

0


 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের কন্যা শিশুকে ফেলে যাওয়া সেই মায়ের পরিচয় পাওয়া গিয়েছে। ৮ মাসের শিশুকে ফেলে পালিয়ে যাওয়া সেই সৌদি প্রবাসী মায়ের পরিচয় নিশ্চিত হয়েছে এবং তার অবস্থান নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।


কিন্তু তিনি নিজে স্বইচ্ছায় যেহেতু শিশুটিকে ফেলে গিয়েছেন এবং শিশুটিকে নিতে যোগাযোগ করেননি। এজন্য তাকে খুঁজে বের করা হচ্ছে না।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, যদি ওই মা নিজের থেকে বাচ্চাটিকে ফেরত নিতে আগ্রহী হন সে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে বাচ্চাটিকে দত্তক নিতে আগ্রহীদের যোগাযোগ করছে।


জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুটিকে সুস্থ করে তুলতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল প্রতিপক্ষ জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। তাকে আজিমপুর শিশু নিবাস পাঠানো হবে।


উল্লেখ্য, গত শুক্রবার সকালে বিমানবন্দরে আগমনী টার্মিনাল থেকে ফেলে রাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তার মা রাতে একটি ফ্লাইটে সৌদি থেকে দেশে আসেন। ওই নারী বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। অবতরণের পর তিনি ৫নং লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকালে শিশুটিকে ফেলে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top