করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে ৫-১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ ০৪ এপ্রিল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দ্বিতীয় দফার এই লকডাউনে সারাদেশে ব্যাংকিং খাত সীমিত পরিসরে চালু থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ব্যাংকের সময়সূচী এবং কার্যাবলী সম্পর্কে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
উল্লেখ্য, আগামী কাল ০৫ এপ্রিল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীবাহী বাস, লঞ্চ, ট্রেন বন্ধ থাকবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মানতে জনগণের উপর আইন প্রয়োগ করা হবে।এছাড়া সন্ধ্যা ৬ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। হোটেল রেস্তোরায় বসে খাওয়া যাবেনা বাসায় পার্সেল নেওয়া যাবে।


