বাংলাদেশের করোনার ধরন ৮১% দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়ান্ট : আইসিডিডিআরবি

0


 

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকান করোনাভাইরাসের ভেরিয়েন্ট এর সাথে মিল খুঁজে পেয়েছেন আইসিডিডিআরবি।সংস্থাটি জানায়,দক্ষিণ আফ্রিকান করোনা ভাইরাসের ধরনের সাথে ৮১ শতাংশ মিল পাওয়া গেছে বাংলাদেশে প্রভাব বিস্তারকারী করোনা ভাইরাসের ধরনের সাথে।


আইসিডিডিআরবি জানায়,গত ডিসেম্বরে স্বাস্থ্য অধিদপ্তর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) সঙ্গে করোনাভাইরাস এর বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে নজরদারি শুরু করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

পহেলা জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রায় ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে। এরমধ্যে ২ হাজার ৭৫১টি করোনাভাইরাস পজিটিভ চিহ্নিত করা হয়। ৬ জানুয়ারি কোন ভাইরাসের যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট প্রকাশ পায়। মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ এর প্রভাব বিস্তার শুরু হয়।


মার্চের দ্বিতীয় সপ্তাহে দেখা যায়, বাংলাদেশে যে সকল ভেরিয়েন্ট এর করোনাভাইরাস পাওয়া গেছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট সবচেয়ে বেশি শক্তিশালী।


মার্চের চতুর্থ সপ্তাহে এসে দেখা যায়, বাংলাদেশে প্রভাব বিস্তারকারী করোনাভাইরাসের মধ্যে দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাস এর ধরনের সাথে ৮১ শতাংশ মিল রয়েছে। ফলে এখন ভ্যাকসিন এর কার্যকারিতা এবং রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছে আইসিডিডিআরবি।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top