বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশেই ছাত্রদলের ওপর হামলা করছে সন্ত্রাসীরা। যারা হামলার নির্দেশ দিচ্ছে, হামলা করছে তারা কেউ ছাড় পাবে না। সবার বিচার হবে। কেউ পার পাবে না।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজপথ থেকেই এই সরকারকে ধাক্কা দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ধাক্কা দেওয়ার সূচনা করেছে। ছাত্রদল যে আন্দোলন শুরু করেছে তাদের সঙ্গে সবাইকে অংশগ্রহণ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।
ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের হামলার নিন্দা জানিয়ে মোশাররফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেদের পিটিয়ে যেভাবে রক্ত বের করেছে, আমাদের একজন ছাত্রী নেত্রীকে যেভাবে মারধর করেছে, সেসব ছবি পত্রিকা ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা এ ধরনের ঘৃণ্য কাজের নিন্দা জানাই, ক্ষোভ জানাই, ঘৃণা জানাই।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ।


