মেসি ৫ এস্তোনিয়া ০

0


 


আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির করা পাঁচ গোলে ইউরোপের দেশ এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।


খেলার শুরুতে ৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর আর মেসি বাহিনীকে পিছু ফিরে তাকাতে হয়নি।



৪৫ মিনিটে গোমেজের সহায়তায় মেসি তুলে নিয়েছেন তার দ্বিতীয় গোল।দ্বিতীয়ার্ধের প্রথম দুই মিনিটের মাথাতেই নিজের হ্যাট্রিক তুলে নেন মেসি।


৭১ মিনিটে আবারও মেসি ঝলক, নিজের চতুর্থ গোল তুলে নেন লিও। ৭৬ মিনিটে আবারও জালে দেখা পেলেন মেসি। সবশেষে স্কোর দাঁড়ালো মেসি ৫, এস্তোনিয়া ০।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top