প্রকাশ্যে প্রেম প্রস্তাব গ্রহণ করলেন সোনাক্ষী

0


 

বলিউডে নতুন জুটি জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা প্রকাশ্যে তাদের সম্পর্কের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে সোনাক্ষীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জহির।


 তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সনজ (সোনাক্ষীর আদরের নাম)। ধন্যবাদ, তুমি আমায় মেরে ফেলনি।তোমাকে ভালবাসি। আরও খাওয়া, আনন্দ, বিমান যাত্রার অপেক্ষায়’।


সোনাক্ষী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ। তোমায় ভালবাসি।এবার তোমাকে মারতে আসব। ’


উল্লেখ্য, কয়েক বছর ধরেই জাহির ও সোনাক্ষীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। তবে সম্পর্কের বিষয়টি তারা স্বীকার করেননি। জাহির এক সাক্ষাৎকারে বিষয়টির সত্যতা নেই বলে দাবি করেছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top