শান্তির দুর্ভিক্ষে ভুগছে বিশ্ব : পোপ ফ্রান্সিস

0


 

বিশ্ব ‘শান্তির দুর্ভিক্ষে’ ভুগছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষ্যে দেওয়া ভাষণে এ কথা বলেছেন পোপ ফ্রান্সিস।


ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে তিনি ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন। সেখানে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও নিন্দা জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু।


ইউক্রেনে রুশ অভিযানের কারণে বিশ্বজুড়েই খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।বিভিন্ন দেশে তরতর করে বাড়ছে খাদ্যপণ্যের দাম।  


এছাড়াও মিয়ানমার, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যপ্রান্তেও শান্তিহীনতা বিরাজ করছে বলে নিজের ভাষণে উল্লেখ করেছেন পোপ। তার শঙ্কা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে রয়েছে।


একদিকে বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়, অন্যদিকে মানুষ অনাহারে থাকে উল্লেখ করে ভ্যাটিকান থেকে দেওয়া ভাষণে পোপ বলেন, ‘ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top