আওয়ামী লীগ ওয়াকওভার চায় না, খেলেই জিততে চায়

0


 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী দল, নির্বাচনে ওয়াকওভার চায় না। আওয়ামী লীগ খেলেই জিততে চায়। ’


আজ সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।  


তথ্যমন্ত্রী বলেন, ‌একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক সেটাই চায় সরকার।কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। বিএনপির নির্বাচনী ভীতি দূর করা আওয়ামী লীগের দায়িত্ব না। নির্বাচনে আসা তাদের কর্তব্য।


বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top