বিপিএল এলেই আলোচনায় আসে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এই আধুনিক প্রযুক্তি না থাকায় সাকিব আল হাসান, কোচ সালাউদ্দিনসহ অনেকেই বিসিবির কট্টর সমালোচনা করেছেন।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে ডিআরএস নিয়ে তাই হরেক রকমের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় এক সংবাদ সম্মেলনে ডিআরএস ইস্যুতে নিজাম উদ্দিন বলেছেন, ‘দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাকশন টিম বিষয়টি (ডিআরএস না থাকা) জানায়।
এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ, একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে।কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।
নিজাম আরও জানিয়েছেন ‘আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আমাদের প্রোডাকশন হাউস সেটা আনতে পারেনি।

.jpeg)
