মৌমাছির রোগ সারাতে টিকার অনুমোদন

0


 

ফুলের পরাগায়ন ঘটিয়ে খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মৌমাছি বিচরণক্ষেত্র ধীরে ধীরে নানা রোগে নষ্ট হচ্ছে। এতদিন মৌমাছির রোগ সারানোর তেমন কেমন উপায় ছিল না।


যুক্তরাষ্ট্র সরকার এবার মৌমাছির জন্য বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিয়েছে। গবেষকেরা আশা করছেন মৌমাছির বিভিন্ন রোগ দূর করতে এই টিকা কাজে লাবে।


জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান ডালান অ্যানিমেল হেলথের তৈরি একটি টিকার শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ টিকা আমেরিকান ফাউলব্রুড রোগ থেকে মৌমাছি রক্ষায় কাজে দেবে।


ডালান অ্যানিমেল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা আনেত্তি ক্লেইসার বলেন, মৌমাছি রক্ষায় আমাদের টিকা দারুণ একটি আবিষ্কার। এতে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন প্রভাবিত হবে।


প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি এ টিকা কেবল বাণিজ্যিকভাবে মৌচাষিদের জন্য দেওয়া হবে। এটি মূলত ফাউলব্রুড রোগ ঠেকাতে ব্যবহার করা হবে।


ফাউলব্রুড ব্যাকটেরিয়া ব্যাসিলাস লার্ভা দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে মৌচাক দুর্বল হয়ে পড়ে এবং মৌমাছি মারা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top