দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টা আগে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা সবাই যোগ্য। সবাইকে দলের মনোনয়ন দেওয়া সম্ভব নয়।
তাই যাদের নৌকা (প্রতীক) দেওয়া হবে তাদের পক্ষেই থাকতে হবে। দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। বিরোধী দল না আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে। যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে না পারে।
সেক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান। শেখ হাসিনা বলেন, প্রার্থীর নির্বাচনি প্রচার-প্রচারণায় যেন বাধা দেওয়া না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
এ সভায় নৌকার মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনের অধিকাংশই উপস্থিত ছিলেন। সভায় গণমাধ্যমকে ডাকা হয়নি।


