গত কয়েকটি উপ-নির্বাচনে বেশ সরব ছিলেন আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তাই অনেকের মনে প্রশ্ন উঠেছে এবার হিরো আলম কই? তিনি কি জাতীয় সংসদ নির্বাচন দৌড়ে নাম লেখাবেন না? এমন প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় হিরো আলমের সঙ্গে।
মুঠোফোনে তিনি বললেন, “এই মুহূর্তে আমি দুবাইয়ে আছি। আজ রাতে দেশে ফিরব।
ইতোমধ্যে বগুড়ার একটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্বতন্ত্র হিসেবে সেখানে দাঁড়াব।
হিরো আলম আরও বলেন, “ইচ্ছা আছে কোনো দলীয় প্রতীকে নির্বাচন করার। এখন তো অনেক দলই নির্বাচনে যাচ্ছে।
যদি কোনো দল আমাকে যোগ্য মনে করে সিগন্যাল দেয় তাহলে আমি দলীয়ভাবে নির্বাচন করতে ইচ্ছুক। সেটা বাংলাদেশের যে কোনো আসন থেকে হলেও কোনো সমস্যা নেই।


