২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের এক অবাস্তব কাহিনী কে বাস্তবে রূপান্তর করলেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের অপ্রতিরোধ্য ২০১ রানের উপর ভর করে আফগানিস্তানকে হারালো অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সাথে আজকের খেলায় প্রথমে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২৯২ রানের টার্গেট ছুঁড়ে দেয়। অস্ট্রেলিয়া এই রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৯১ রানেই মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে । সেখান থেকে অজিরা এই ম্যাচ জিতবে কেউ হয়তো কল্পনা করতে পারেনি।
৯১ রানের সাত উইকেট পড়ে যাওয়ার পরে সেই ধ্বংসস্তূপ থেকে একাই অস্ট্রেলিয়াকে তুলে উঠান ম্যাক্সওয়েল।গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ভর করে অসম্ভবকে সম্ভব করেছে তারা। ৪৬.৫ ওভারে ৭ উইকেটে ২৯৩ রান করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।


