বাংলাদেশী ১৫২ টাকা হয়েছে ব্রিটেনের ১ পাউন্ড। টাকার বিপরীতে পাউন্ডের উচ্চমূল্য অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এটি অব্যাহত আছে বুধবার ( ৮ নভেম্বর পর্যন্ত)। অনেকেই খুশি হচ্ছেন পাউন্ডের বিপরীতে টাকার দাম ১৫০ ছাড়িয়ে যাওয়ায় আবার অনেকে টাকার অবমূল্যায়নের বিষয়টি নিয়ে চিন্তিত।
সরকারি ব্যাংকগুলোতে ১পাউন্ডে ১৩৬ টাকা হলেও বেসরকারি ব্যাংকগুলো ১৫২ টাকা করে রেট দিচ্ছে। পাউন্ডের বিপরীতে টাকার মূল্য ১৫২/১৫৩ হওয়ায় অনেকে যেমন খুশি তেমনি অনেকে বলছেন টাকার অবমূল্যায়ন নিয়ে উদ্বেগের কথা।
ব্রিকলেনের আইএফআইসি এক্সচেঞ্জের চীফ এক্সিকিউটিভ অফিসার বলেন, বেসরকারি ব্যাংকগুলো ডলার সংকট কাটিয়ে উঠার জন্য ভর্তুকি দিয়ে বেশি টাকা দিচ্ছে রেমিটেন্স নেয়ার জন্য।এটি বাংলাদেশ ব্যাংকের কোন সার্কুলার না। যেমন আজকে (৮ নভেম্বর) লন্ডন সোনালী পে’র রেট ১ পাউন্ডে ১৩৬ টাকা, এটিই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অরিজিনাল রেট। এটি খুব বেশি দিন স্থায়ী হবে না।


