শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র জন গ্রেফতার

0


 

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  


বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ডিবির একটি দল তাকে বনশ্রীর বাসা থেকে আটক করে।


জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পারভেজ রহমান জন ৭৩ নম্বর আসামি। মামলায় হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে।


ঢাকার যাত্রাবাড়ীতে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টার দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনায় এ মামলা করা হয়।


এফআইআর সূত্রে জানা যায়, মামলাটি প্রথমে আদালতের নির্দেশে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়। এরপর পুলিশের তদন্তে সাবেক মেয়র পারভেজ রহমানকে এজাহারে আসামি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top