ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগ থেকে সাগর বালা (২১) ওরফে অভি বালা নামে এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণ মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমুদ বালার ছেলে।
গত দুই বছর ধরে ইতালির স্পোলেটোতে বসবাস করছিলেন অভি এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। কয়েকদিন ধরে তিনি তার বাসা থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।
অভির মামাতো ভাই শুভ বালা ও ভাইপো মিঠুন তালুকদার ইতালি থেকে জানান, অভি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ব্যাপক তল্লাশি চালায় এবং দুদিন আগে অভির মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানান, অভিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহ টুকরো টুকরো করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি ব্যবহার করতেন।
অভির মৃত্যুর খবর তার মামাতো ভাই শুভ বালা ও ভাইপো মিঠুন তালুকদার স্বজনদের দিলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


