৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা

0



 শিক্ষকদের আন্দোলন চলাকালীন শনিবার (৮ নভেম্বর) পুলিশের হামলায় পাঁচজন শিক্ষক গ্রেপ্তার ও শতাধিক আহত হয়েছেন।


এই অবস্থায় দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ।

শনিবার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা শাহবাগের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের গতিরোধ করে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। যাতে আন্দোলনরত কয়েকজন শিক্ষক আহত হয় এবং এ সময় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top