রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে এই ঝড়ে প্রবল বাতাস থাকলে বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীতে শুরু হয় এ ধুলোঝড়। এরপর খুব অল্প সময়ের জন্য বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বইতে শুরু করে এ ঝড় । কিন্তু, স্থায়ীত্ব ছিল খুবই কম সময়। পরে এর গতি কমতে থাকে। রাত সাড়ে আটটার দিকে ঝড়ো বাতাস পুরোপুরি থেমে যায়।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বগুড়াসহ আশেপাশের এলাকার ওপর দিয়ে এ কালবৈশাখী বয়ে গেছে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। শুধু ঢাকা নয়, বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। তবে ঝড়ের স্থায়ীত্ব খুব বেশি নয়। এক মিনিটের মতো করে ছোট ছোট ঝড় হয়েছে, থেমে থেমে। এ কারণেই খুব বেশি গতি পায়নি ঝড়টি। ক্ষয়ক্ষতিও খুব বেশি হওয়ার কথা নয় বলে তিনি মনে করেন।
তিনি বলেন, এই মৌসুমে এই ধরনের আবহাওয়া খুবই স্বাভাবিক। এই মাসে মাঝে মাঝেই এই ঝড় দেখা যাবে। আগামী মাসেও কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের একাধিক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, রাঙ্গামাটি, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

