শরীয়তপুরে ৪জনের করোনা শনাক্ত, ৮২টি বাড়ি লকডাউন

0
Killer Bug - SARS Coronavirus - YouTube 

শরীয়তপুর সদর উপজেলার একই পরিবারের ৩জন এবং জাজিরা উপজেলার ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের তিন জনের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে এবং একজনের বাড়ি জাজিরা পৌরসভার মূলনা এলাকার তালুকদার কান্দি।

আক্রান্ত ব্যাক্তিরা নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে শরীয়তপুরে এসেছেন। শরীয়তপুরে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

গত ২৪ ঘন্টায় ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ঐ সকল নমুনা ঢাকায় পাঠানোর পর প্রাপ্ত ৪জনের ফলাফল পজেটিভ এসেছে।
এ খবর নিশ্চিত করেছেন শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে জাজিরা পৌরসভার মূলনা এলাকার তালুকদার কান্দি গ্রামের ৮০টি বাড়ী এবং শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের আক্রান্ত হওয়া ২টি পরিবারকে লকডাউন করেছে প্রশাসন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, আক্রান্ত বাড়িটিসহ পুরো গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে। ওই গ্রামে পুলিশ মোতায়েনসহ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারটির বাড়ি ফাঁকা এলাকায় হওয়ায় ওই বাড়ীর দুইটি পরিবারকে লকডাউনের আওতায় নেয়া হয়েছে এবং আক্রান্ত পরিবারটিকে সম্পন্ন আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আব্দুর রশিদ জানান, শরীয়তপুর সদরের চিতলিয়া এলাকার একটি পরিবার গত ১০ এপ্রিল শরীয়তপুর সদরের চিতলিয়া এলাকায় এবং ৯ এপ্রিল ঢাকা থেকে এক ব্যাক্তি জাজিরা পৌরসভার মুলনা এলাকায় আসার পর তাদেরসহ গত ২৪ ঘন্টায় ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠোনো হয়।

আজ সোমবার বিকাল ৫টায় আমরা নারায়নগঞ্জ থেকে আসা একই পরিবারের স্বামী-স্ত্রী ও মেয়ে এবং ঢাকা থেকে জাজিরায় আসা এক যুবকের পরিক্ষার ফলাফল হাতে পাই। প্রাপ্ত ৪ জনের ফলাফলই পজেটিভ। বাকী ১১ জনের ফলাফল এখনো হাতে পাইনি। শরীয়তপুর থেকে আজ সোমবার ১৩ এপ্রিল পর্যন্ত সর্বমোট সন্দেহভাজন ৫০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩৫ জনের ফলাফল নেগেটিভ ও ৪জনের ফলাফল পজেটিভ এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top