বিশ্বের জনপ্রিয় ফোবস ম্যাগাজিন এর করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফোর্বস ম্যাগাজিনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাংলাদেশে তা এখনও কার্যকর করতে পারেনি যুক্তরাজ্য।
বিশ্বের ১৮ টি দেশের সরকার প্রধান হচ্ছেন নারী। এসব দেশে প্রায় ৫০ কোটি মানুষ বসবাস করে, যা বিশ্বের জনসংখ্যার ৭%।বিশ্বের অনেক দেশই নারী নেতৃত্ব জেগে উঠেছে।আর এই নারী নেতৃত্ব এখন বিশ্বময় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে।নারী নেতৃত্বের দেশগুলোতে করোনা বিরুদ্ধে লড়াইয়ে সফলতা বেশি হচ্ছে।
সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশের কার্যক্রম পর্যালোচনা করে ৮ দেশের নারী নেতৃত্বের নাম ঘোষণা করে ফোবস ম্যাগাজিন যেখানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফোবস ম্যাগাজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রশংসা করে লেখেন,প্রায় ১৬ কোটি মানুষের বসবাস বাংলাদেশ ।সেখানে দুর্যোগ কোনো নতুন ঘটনা নয়। আর এই করোনা মোকাবিলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সিদ্ধান্তের পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিষয়টিকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সংক্রমণের শুরুতে চীনে থাকা বাংলাদেশী নাগরিকদের চীন থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।মার্চের শুরুতে দেশে প্রথম সংক্রমণের বিষয়টি নিশ্চিত হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন এবং কম গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। দেশের সকল বিমানবন্দরে করোনা শনাক্ত করতে স্ক্রিনিংয়ের জন্য মেশিনের ব্যবস্থা করেন।যা বিশ্বের অনেক উন্নত দেশ এখনও পারেনি।
ফোবস ম্যাগাজিনের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি যেসব দেশের নারী নেতৃত্ব তালিকায় রয়েছে তারা হলেন, বলিভিয়ার দেয়া জেনাইন অ্যনেজ, ইথিওপিয়ার সাহলে ওক জেওডে, জর্জিয়ার সালমেচ জরয়াবিচভিলি, হংকংয়ের ক্যারি লাম, নামিবিয়ার সারা কুগ গ্যালোয়া, নেপালের বিদ্যাদেবী বান্দরে এবং সিঙ্গাপুরের হালিমা ইয়াকুব।
এর আগে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফোবর্স ম্যাগাজিন দাবি করে,যে সকল রাষ্ট্র করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে পেরেছে সেগুলোর নেতৃত্বে রয়েছে নারীরা।

