শরীয়তপুরে নতুন করে আরও ৭ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন।শনিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় যে, ৭ জন নতুন আক্রান্ত রোগীর মধ্যে নড়িয়া উপজেলার ৪ জন, জাজিরা উপজেলার ১ জন এবং ভেদরগঞ্জ উপজেলার ২ জন। তাদের মধ্যে ৪ জন নারী এবং ৩ জন পুরুষ। তাদের ৫ জনের বয়স ১৭ থেকে ২৫ এর মধ্যে এবং দুজনের বয়স ৩৫ থেকে ৪৫ এর মধ্যে।
নতুন আক্রান্ত সহ নড়িয়ায় ৮ জন,শরীয়তপুর সদরে একই পরিবারের ৩ জন, জাজিরায় ৪ জন, ডামুড্যায় একই পরিবারের ৩ জন এবং ভেদরগঞ্জে ২ জন সহ মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
গত ৪ এপ্রিল নড়িয়া উপজেলার একজন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল এ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান।
শরীয়তপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে এ পর্যন্ত ৩৮৪ জন এর নমুনা সংগ্রহ করা হয়েছে।৩০০ টির ফলাফল পাওয়া গেছে ২০ পজেটিভ এবং বাকি ২৮০ টির করোনা নেগেটিভ এসেছে।করোনা ভাইরাস বিস্তার রোধে ১৫ এপ্রিল থেকে শরীয়তপুর জেলা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে।
শরীয়তপুর জেলা সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ বলেন, শরীয়তপুর জেলায় যেসব ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়েছেন তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছে।শরীয়তপুরে এখন স্থানীয় পর্যায় ভাইরাসটির সামাজিক বিস্তার ঘটার ঝুঁকি রয়েছে।

