
কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী গ্রামের একটি বাড়ির বাগানে পঙ্গপালের মতো ছোট ছোট পোকা গাছপালা খেয়ে ফেলেছে।
শতশত পোকা গাছের পাতাও শাখায় বসে একের পর এক গাছের পাতা খেয়ে নষ্ট করছে এই ঘটনায় একজন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন।আর এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে কক্সবাজার জেলা কৃষি অফিসের পক্ষ থেকে পোকার ছবি তুলে কৃষি গবেষণাগারে পাঠানো হয়েছে।
ওই এলাকার একজন জানান, লতাপাতা আগাছা থেকে শুরু করে শুকনো পাতা, কাঁচা পাতা ও গাছের শাখা-প্রশাখা সারি সারি শত শত পোকা।কোথাও গাছের শাখা আছে পাতা নেই, আবার কোথাও পাতা ঝলসে গেছে, কোথাও পাতায় পোকা খাওয়ার মত ছিদ্রযুক্ত। একটি গাছের নিচে রয়েছে কিছু ছাই।যা কিনা আগুন জ্বালিয়ে পোকা দমন চেষ্টা করেও সরানো যায়নি।
এলাকার লোকজন সূত্রে জানা যায়, দিন দিন পোকার সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি পোকার শরীরে পাখাও দেখা যাচ্ছে। একটি আম গাছের নিচে ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিয়ে পোকা আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল তাতেও কাজ হয়নি। এসব পোকা দেখতে প্রায় পঙ্গপালের মতোই।

