মহান মে দিবস ও বৃষ্টি উপেক্ষা করে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী গার্মেন্টস কর্মীরা হুমড়ি খেয়ে পড়ছেন। বিষয় গার্মেন্টস খুলছে কাজে যোগ দিতে হবে, নইলে চাকরি থাকবে না,তাই চরম দুর্ভোগ মাথায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তারা, এমনটাই জানিয়েছেন ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকরা।
আজ টানা পাঁচ দিনের মতো সকাল থেকে ফেরি ও টলার করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছেন শতশত গার্মেন্টসকর্মী। টলার ও ফেরি করে শিমুলিয়া ঘাটে আসলেও ঢাকা যেতে চরম বিড়ম্বনার স্বীকার করতে হচ্ছে তাদের। কারণ শিমুলিয়া ঘাটে ঢাকা যাওয়ার মতো কোনো গণপরিবহন নেই। তাই অটো রিক্সা,সিএনজি কিংবা রিকশাযোগে সড়কে ভেঙ্গে ভেঙ্গে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছেন তারা।
এই করোনা পরিস্থিতিতে ঢাকামুখী শ্রমিকের চাপের কারণে করোনা ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে সারা দেশে। দেশের এই চরম দুর্দিনে গার্মেন্টস মালিকদের এ ধরনের হঠকারি সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সমীচীন হয়নি।


