শরীয়তপুর জেলায় নতুন করে আরো ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে শরীয়তপুর জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ১২১ জন।
শরীয়তপুর জেলায় করোনা উপসর্গ নিয়ে নতুন আরো ১ জনের মৃত্যু হয়েছে।
২৮মে বৃহস্পতিবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
সিভিল সার্জন জানান, শরীয়তপুর জেলার নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ১৩ জন, শরীয়তপুর পৌরসভার ১জন, গোসাইরহাট উপজেলার আলাওয়াল্পুরের ৭ জন, ইদিলপুর এর ১ জন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ১ জন, জাজিরা পৌরসভার ৩ জন, নড়িয়া উপজেলার ভোজেশ্বরের ১ জন, ডিঙ্গামানিক ইউনিয়নের ১ জন, ফতেপুর ইউনিয়নের ১ জন, ডামুড্যা উপজেলা সিড্যা ইউনিয়নের ৩ জন, ডামুড্ডা পৌরসভার ১ জন ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গা ইউনিয়নের ১ জন।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ২৫২১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং এর মধ্যে ২৩৭৬ জুনের নমুনার ফলাফল এসেছে।
২৪মে নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মৃত মহিউদ্দিন মুন্সীর ছেলে মোজাম্মেল মুন্সি করোনা উপসর্গ (জ্বর, সর্দি,কাশি, ঠান্ডা) নিয়ে শরীয়তপুর সদর হাসপাতলে ভর্তি হয়।শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ২৮মে বৃহস্পতিবার মোজাম্মেল হক মুন্সী মারা যান। মারা যাওয়া ব্যক্তিকে জেলা প্রশাসন ও সিভিল সার্জন এর নির্দেশে নড়িয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন নড়িয়া থানা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে দাফন সম্পন্ন করা হয়।
এছাড়া নতুন আক্রান্ত ৩৬ জনের বাড়ী ও তাদের আশেপাশের কিছু বাড়িঘর জেলা প্রশাসনের ও সিভিল সার্জনের নির্দেশনা উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানা ইনচার্জ এর পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।


