শরীয়তপুর জেলায় নতুন করোনা শনাক্ত ১৫ জন, মোট ১৯৮ জন

0

শরীয়তপুর জেলায় প্রতিনিয়ত করোনা ভাইরাস এ আক্রান্তের পরিমাণ বেড়েই চলেছে। শরীয়তপুর জেলায় নতুন করে আরও ১৫ জন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ১৯৮ জনে।

শরীয়তপুর জেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে জাজিরা উপজেলায় ১ জন, নড়িয়া উপজেলায় ২ জন এবং ডামুড্যা উপজেলায় ১ জন।

১০জুন বুধবার জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।

তিনি জানান, শরীয়তপুর জেলায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর পৌরসভার ৬ জন, নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ০১জন, নড়িয়া পৌরসভার ৫ জন ও মুক্তারচর ইউনিয়নের ১জন এবং ভেদরগঞ্জ পৌরসভার ২ জন।

শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৫৭৪টি সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে এরমধ্যে ৩ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে।

শরীয়তপুর জেলায় উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা হল সদর উপজেলায় ৫৯ জন, জাজিরা উপজেলায় ৩৫ জন, নড়িয়া উপজেলায় ৩১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৩০ জন,গোসাইরহাট উপজেলায় উপজেলায় ১৫ জন এবং ডামুড্যা উপজেলায় ২৮ জন।

শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীদের সংখ্যা হল সদর উপজেলায় ২৯ জন, জাজিরা উপজেলায় ১৫ জন, নড়িয়া উপজেলায় ১৮ জন,ভেদরগঞ্জ উপজেলায় ১৩ জন, গোসাইরহাট উপজেলায় ৯ জন এবং ডামুড্যা উপজেলায় ২৫ জন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top