সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ এর কারণে বিভিন্ন জেলাকে সরকার লকডাউন ঘোষণা করে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ যাদের এখন দেশ-বিদেশে কর্মব্যস্ত দিন পার করতে হতো তারা এখন প্রায় বেকার হয়ে পড়েছে। এমতাবস্থায় শৈশবের ঘুড়ি উড়ানো স্মৃতি যেন আবার পুনর্জীবন লাভ করে নতুন করে ফিরে আসছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চলে বাহারি রকমের ঘুড়ি তৈরি হচ্ছে এবং আকাশে উঠছে।
শরীয়তপুর জেলায় ও এর ব্যতিক্রম ঘটেনি। শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা জেলায় দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের ঘুড়ি আকাশে উড়ছে। আজ সারা নিউজ টুয়েন্টিফোর এর পক্ষ থেকে ঘুড়ি উৎসবের ঐতিহ্যকে তুলে ধরার জন্য ষাট হাত দীর্ঘ লেজ বিশিষ্ট একটি সাপ ঘুড়ি তৈরি করা হয়েছে। যা আজ শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঘোলের চকে প্রায় ৫০-৬০ টি ঘুড়ির সাথে সারা নিউজ টুয়েন্টিফোরের তৈরি সাপ ঘুড়িটি ও আকাশে স্থান করে নেয়। আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে এই দীর্ঘ লেজ বিশিষ্ট সাপ ঘুড়িটি দেখতে পাওয়া গেছে। এছাড়া এ সময় সাপ ঘুড়িটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক লোক আজ বিকেল বেলা ঘোলের চকের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।


