শরীয়তপুর সহ ৫০ জেলা লকডাউন

0

সারাদেশে করোনাভাইরাস এর বিস্তার ঠেকাতে পুনরায় লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবার এলাকাভিত্তিক লকডাউন কার্যকর করা হবে।আক্রান্তের হার বিবেচনা করে দেশের বিভিন্ন অঞ্চল কে তিনটি অঞ্চলে ভাগ করা হবে, রেড, ইয়োলো, গ্রিন জোন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০ টি জেলা ও ৪০০ টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন) হিসেবে দেখানো হচ্ছে। পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলা কে আংশিক লকডাউন (ইয়োলো জোন) হিসেবে দেখানো হয়েছে। আর লকডাউন নয় এরকম এলাকাকে (গ্রিন জোন) হিসেবে বিবেচিত করা হবে এমন জেলা দেখানো হয়েছে একটি এবং উপজেলা দেখানো হয়েছে ৭৫ টি।

৬ জুন শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এর সর্বশেষ আপডেট করা তালিকায় বরিশাল বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন করা হচ্ছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলাকে। এই বিভাগের আংশিক লকডাউন ভোলা ও ঝালকাঠি জেলা।

ঢাকা বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন করা হচ্ছে গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরিয়তপুর ও টাঙ্গাইল কে। এই বিভাগের শুধু ঢাকা ও ফরিদপুর আংশিক লকডাউন।

চট্টগ্রাম বিভাগের পুরোপুরি লকডাউন করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী কে। এই বিভাগের আংশিক লকডাউন বান্দরবান,চট্টগ্রাম ও রাঙামাটি জেলা।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা কে পুরোপুরি লকডাউন করা হচ্ছে। এই বিভাগের আংশিক লকডাউন বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরা কে। খুলনা বিভাগে দেশের একমাত্র গ্রীন জোন জিনাইদহ জেলা।

রাজশাহী বিভাগের মধ্যে পুরোপুরি করা হচ্ছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও রাজশাহী। এই বিভাগের আংশিক লকডাউন চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ।

সিলেট বিভাগের সবকটি জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top