দীর্ঘ তিন মাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ থাকার পর গত ২১জুন থেকে আবার চালু হয়েছে বিমানের ফ্লাইট। আজ ২৭ জুন শনিবার দুপুর ১২ টা ১০ মিনিটে ২৮১ জন প্রবাসী বাংলাদেশি নিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার এসকল তথ্য জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর তথ্য অনুযায়ী চলতি জুন মাসে তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির উদ্দেশ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গিয়েছে। ২৩ জুন ২৬৯ জন ও ১৭ জুন ২৫৯ জন ইতালি প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইতালীর রোমে পৌঁছান। চলতি জুন মাসে ৮০৯ জন বাংলাদেশী প্রবাসী বিমানের ফ্লাইটে ইতালি পৌঁছান।
উল্লেখ্য গত ফেব্রুয়ারীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে প্রবাসী বাংলাদেশিরা ইতালি থেকে দেশে আসা শুরু করেন। তবে ইতালির করোনা পরিস্থিতির উন্নতি হয় তারা আবার ফিরে যাচ্ছেন।


