শরীয়তপুর জেলায় নতুন করে আরো ৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শরীয়তপুর জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭২ জনে।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় এ পর্যন্ত ২১৭ জন ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
২৭ জুন শনিবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে এসকল তথ্য জানান শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাক্তার আব্দুর রশিদ।
তিনি জানান, শরীয়তপুরে করোনা ভাইরাসে নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার শরীয়তপুর পৌরসভার ১৫ জন, চিতলিয়া ইউনিয়নে ০৪জন, রুদ্রকর ইউনিয়নে ০১ জন, বিনোদপুর ইউনিয়নে ০১ জন, জাজিরা উপজেলার জাজিরা পৌরসভায় ০১ জন, মুলনা ইউনিয়নে ০১ জন, বড় কান্দি ইউনিয়নে ০১ জন, বিলাশপুর ইউনিয়নে ০১ জন, ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার ০৩ জন, ডামুড্যা উপজেলার ডামুড্ডা পৌরসভার ০৬ জন, ধানকাঠি ইউনিয়নে ০১ জন, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে ০১জন, নড়িয়া পৌরসভা ১১ জন, কেদারপুর ইউনিয়নে ০২ জন, গোসাইরহাট উপজেলায় ঈদুলপুর ইউনিয়নের ০৯ জন, গরিবের চর ইউনিয়ন ০১ জন সহ মোট ৫৯ জন নতুন আক্রান্ত হয়েছেন।
উপজেলা ভিত্তিক সুস্থ হয়েছেন, জাজিরা উপজেলায় ০৯ জন, গোসাইরহাট উপজেলায় ০১ জন, ডামুড্ডা উপজেলায় ০৬ জন সহ নতুন সুস্থ হয়েছেন ১৬ জন। শরীয়তপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে মোট ২১৭ জন সুস্থ হয়েছেন।


