করোনার ফ্রি ভ্যাকসিনের জন্য আবেদন ডক্টর ইউনুস সহ ১৮ নোবেলজয়ীর

0


করোনা ভাইরাসের ভ্যাকসিন সকলের জন্য উন্মুক্ত করে বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন এর প্রতি আবেদন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস সহ ১৮ জন নোবেলজয়ী লরিয়েট,বিভিন্ন রাষ্ট্রের ১৯ জন সাবেক প্রেসিডেন্ট, ১৫ জন সাবেক প্রধানমন্ত্রী সহ বিশ্বের ১০৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বৈশ্বিক সামাজিক ব্যবসা দিবস সম্মেলনের শেষ দিনে বিশ্ব নেতৃবৃন্দের কাছে এই আবেদন জানানো হয়।ইতিপূর্বে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড মুহাম্মদ ইউনূস করোনা ভ্যাকসিনকে বৈশ্বিকভাবে জনগণের সম্পত্তিতে পরিণত করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ পৃথিবী গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেছিলেন, এই প্যান্টের ওপর কারো অধিকার থাকবে না। রাজধানীর "ইউনূস সেন্টারে" এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় "সামার অফ" শিরোনামে এবারের সম্মেলনে তিনদিন ধরে বক্তারা করোনা পরবর্তী পৃথিবীতে বৈশ্বিক সামাজিক সমস্যাগুলো কিভাবে উদ্ভাবনমূলক উপায়ে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top