গত ২৪ ঘন্টায় শরীয়তপুর জেলায় নতুন করে আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে শরীয়তপুর জেলায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ১০৬৮ জন।
শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গিয়েছেন ৯ জন।আর এ পর্যন্ত শরীয়তপুর জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ৮৪৩ জন।
২৯ জুলাই বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা সিভিল সার্জন অফিস থেকে করোনা কন্ট্রোল রুমের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দা শাহিনুর নাজিয়া এসকল তথ্য জানান।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত মোট ৬ হাজার ৫৪৫ টি সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৬ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে।


