শরীয়তপুরের ২০ গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা উদযাপন

0


শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন।শরীয়তপুর জেলার ২০ গ্রামের প্রায় ১০ হাজারের মত মানুষ শুক্রবার ঈদ উল আযহা উদযাপন করেছেন।

সুরেশ্বর দরবার শরীফের গদ্দিনশীন পীর কামাল নূরী জানান, দরবার শরীফের পীর জান শরীফ মাওলানার সময় থেকেই সৌদি আরব ও বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে তারা বাংলাদেশে ঈদ পালন করে আসছেন। জান শরীফ মাওলানার মৃত্যুর পর তাঁর ভক্ত-মুরিদ এই নিয়ম মেনে ঈদ পালন করে আসছেন।


৩১ জুলাই শুক্রবার সকাল সাড়ে নয়টায় দরবার শরীফের মাঠ ময়দানে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে সুরেশ্বর দরবার শরীফের ভক্ত-মুরীদানরা গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top