নতুন অতিথি যুগ হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী - ওমর সানির সংসারে। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সপ্তাহ দুয়েক পরে কানাডাপ্রবাসী পাত্রী আয়েশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ফারদিন।
আগামী ৫ এপ্রিল বর- কনের গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। আরেক পাঁচতারকা হোটেলে ৯ এপ্রিল তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। গায়ে হলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে তাদের আকদ সম্পন্ন করা হবে।
এ বিষয়ে মৌসুমী বলেন, মাস কয়েক আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয় হয়। আয়েশা নামের ওই তরুণী জন্মসূত্রে কুমিল্লার বাসিন্দা। তবে মা-বাবার সঙ্গে থাকেন কানাডায়। সেখানেই বড় হয়েছেন। কানাডাতেই তিনি পড়ালেখা করছেন।


