আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক এর দক্ষিণ-পশ্চিমে একটি আগ্নেয়গিরির উদগীরণ শুরু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অফিস।
রিকজানিস উপদ্বীপে ফাগড়াদালসের দৈর্ঘ্য ৫০০ থেকে ৭০০ মিটারের মতো যেখান থেকে সর্বশেষ ৮০০ বছর আগে উদগীরণ হয়েছিল।
উল্লেখ্য, ২০১০ সালে আরেকটি আগ্নেয়গিরি জেগে উঠে ছিল। তাতে ইউরোপে উড়ো জাহাজ চলাচল ব্যাহত হয়। তবে এবার আশা করা হচ্ছে ততটা ছাই বা ধোঁয়া ছড়াবে না, যাতে উড়ো চলাচলে ব্যাঘাত ঘটে।
গত তিন সপ্তাহে আইসল্যান্ডে ৪০ হাজারের বেশিবার ভূমিকম্প অনুভূত হয়েছে। অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা আগে ফাগদায়াসজালের ১.২ কিলোমিটার দূরে ৩.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।দুটি টেকটনিক প্লেটের উপর অবস্থানের কারণে আইসল্যান্ডে প্রায় সময় ভূমিকম্প অনুভূত হয়।


