থাপ্পর মেরে ও পরিচালকের আপত্তিকর প্রস্তাব মেনে নেন যে অভিনেত্রী

0




 

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন, তার অভিনয় জীবনের চার দশকে বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন। ১৯৯২ সালের "বেসিক ইন্সটিংক্ট" সিনেমার আলোচিত দৃশ্যধারণের করতে গিয়ে তার যথেষ্ট মূল্য দিতে হয়েছিল শ্যারন স্টোনকে।


"বেসিক ইন্সটিংক্ট" ছবিটিতে দৃশ্য ধারণ করার জন্য তাকে অন্তর্বাস নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পরিচালক। তখন একজন অভিনেত্রী হয়েও তিনি পরিচালককে থাপ্পর মেরে ছিলেন। যদিও দৃশ্য ধারণের জন্য প্রাসঙ্গিক বিবেচনায় শেষ পর্যন্ত তাকে অন্তর্বাস খুলতে হয়েছিল। পরিশেষে এই দৃশ্যটির জন্য সিনেমাটি আইকনিক হয়ে উঠেছিল।


উল্লেখ্য, চলতি মাসেই শ্যারন স্টোনের "আত্মজীবনী" মুক্তি পেতে যাচ্ছে। যার নাম "দ্যা বিউটি অফ লিভিং টোয়াইস"। প্রায় তিন দশক পর তার গোপন কথাটি আত্মজীবনীর মাধ্যমে প্রকাশ করলেন "বেসিক ইন্সটিংক্ট" খ্যাত অভিনেত্রী শ্যারন স্টোন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top