বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতি সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন (২০২১-২০২২)সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) আইনজীবী সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সভাপতি পদে আব্দুল মতিন খসরু পেয়েছেন ২ হাজার ৯৬৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের সভাপতি প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট। আব্দুল মতিন খসরু ৮৩৬ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক পদে বিজয়ী বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ৩ হাজার ৯৫ ভোট পেয়ে, টানা দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট বারের সম্পাদক নির্বাচিত হলেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হালিম মিয়া জুয়েল পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২১-২০২২) মেয়াদের নির্বাচন গত বুধ ও বৃহস্পতিবার (১০ও ১১মার্চ) দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভোট গণনা শুরু হয় সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে। এর পর মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন সুপ্রিমকোর্ট বারের নির্বাচনী কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪ পদের মধ্যে সভাপতি, সহ সভাপতি ও কোষাধ্যক্ষ সহ মোট আটটি পদে বিজয়ী হয়েছেন সরকারদলীয় আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা। অপরদিকে সর্বোচ্চ ভোট পেয়ে সম্পাদক ও একটি সহ সভাপতি পদ সহ মোট ৬ টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি ও জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা।


