তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডের ডানোডিনের ইউনিভার্সিটি ওভালে। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর চারটায় প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই বাংলাদেশ অধিনায়কের উরুর চোটের কারণে ম্যাচ খেলা নিয়ে শঙ্কা জাগলেও মাঠে নামার ব্যাপারে আশাবাদী তামিম ইকবাল।
ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না মোসাদ্দেক হোসেন সৈকত এর।মোসাদ্দেক হোসেন সৈকত এর ইনজুরির পর উরুর চোটের কারণে অনুশীলন ম্যাচে খেলেননি তামিম। তবে কিউইদের বিপক্ষে নিজেকে ফিট রাখতে নেটে লম্বা সময় ব্যাট করেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক বলেন, নিউজিল্যান্ডে আমাদের অতীত পারফরম্যান্স ভালো নয়। সেটাই এবার বদলাতে চাই। দলে বেশ কিছু তরুণ খেলোয়ার রয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।


