রাত পোহানোর আগেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ব্যাট-বলের লড়াই। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো বাংলাদেশ জিততে পারেনি নিউজিল্যান্ডের মাটিতে। এবার কি সক্ষম হবে বাংলাদেশ? নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারাতে। তথ্যটা এবার পাল্টে দিতে চান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল খান। তিনি আশায় বুক বেঁধে আছেন বাংলাদেশি পেস বোলিং অ্যাটাক এর উপর।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,এবার আমাদের ফাস্ট বোলিং আক্রমণ ভাগটা নিখাদ। এদের মধ্যে কয়েকজন পারফরম্যান্স দেখতে আমি মুখিয়ে আছি। অনুশীলন ম্যাচ গুলো তারা খুব ভালো করেছে। আমি তাদের নিয়ে আশাবাদী। নিউজিল্যান্ডে বাংলাদেশ দল নিজেরা ভাগ হয় সর্বশেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে, যেখানে ভালো করেছেন পেসার রুবেল হোসেন। নাজমুল একাদশের হয়ে ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ ওয়ানডেতে ২৭.৮৬ গড়ে ২২ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ কিংবা মোস্তাফিজুর রহমানের খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
অপরদিকে নিউজিল্যান্ডের কোচ গ্যাড়ি স্টেড বলেন, বাংলাদেশ দলটা যথেষ্ট উন্নতি করছে। তাদের দলের গভীরতাও বেড়েছে। তাদের আমরা হালকা চোখে দেখছি না। কিভাবে ভালো করতে হয় তারা গত তিন চার বছরে তা শিখে গেছে। যদি তারা অনভিজ্ঞ ও তরুণদের খেলায় তাহলে আমাদের তরুণদের জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তারা যা যা করতে পারে সে অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতি সেরেছি। তবে আমরা তাদের পেস বোলারদের ওপর একটু বাড়তি নজর দিচ্ছি।


