গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯২ জন। বর্তমানে এনিয়ে গাজীপুরে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার৭৯০ জনে।
১২ এপ্রিল সোমবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসকল তথ্য জানানো হয়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত ৯২ জনের মধ্যে গাজীপুর সদরের ৭৬ জন, কালিগঞ্জে ১০জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ১ জন।
সিভিল সার্জন অফিস আরো জানায়, গাজীপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪০ জন। এছাড়া গাজীপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১৫১ জন।
গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুন নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪৮ টি। এপর্যন্ত গাজীপুর জেলায় মোট করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ হাজার ১৯২ জনের।



asdffe
উত্তরমুছুন