আণবিক বোমা তৈরীর পথে ইরান

0


আজ ১০ এপ্রিল শনিবার আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে তেজস্ক্রিয় ইউরোনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করছে ইরান। আন্তর্জাতিক চুক্তি ভেঙে আণবিক বোমা তৈরীর পথে আরো একধাপ এগিয়ে গেল তারা।


নাতানজু পারমাণবিক কেন্দ্রে '164 IR-6 centrifuge' সেন্ট্রিফিউজ এর বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পদার্থ ও ইউরেনিয়ামের সংযোগে যেমন বিদ্যুৎ তৈরি করা যায়, তেমনি আণবিক হাতিয়ারও বানানো সম্ভব।


ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য কাজ শুরু করায় তেহরানের উদ্দেশ্য নিয়ে রীতিমতো বিপদের আশঙ্কা জরিয়ে গেছে গোটা বিশ্বে। ইসলামিক দেশটি আনবিক অস্ত্র দৌড়ে সামিল হলে মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top