এবার বয়স্কদের থেকে তরুণরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন

0


 

এবারের করোনা (কোভিড-১৯) মহামারীতে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্কদের থেকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।


এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথমদিকে মানুষ বাইরে কম বের হতো। তখন আমরা দেখেছি যারা বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তাদের মধ্যে সংক্রমণের হার বেশি। বিশেষ করে যুবকরা এখনো অনেক বেশি বাইরে বের হয়। এর কারণে তাদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।


তরুণদের মাঝে করোনার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেছেন বিশেষজ্ঞরা।


 কারণ হিসেবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তরুণরাই বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল দের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য অনেকাংশে দায়ী। আর করোণা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই কিন্তু বয়স্ক। ফলে এখন সংক্রমণ থেকে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত।


আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রোগীদের মধ্যে ৬৮.৮ শতাংশ বয়স ১৯-৪৯ বছর। তাদের মধ্যে শতকরা ২৭% বয়স ৪৯ এর বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তরুণদের মধ্যে করোনা শনাক্ত হার ৬০ শতাংশের বেশি। যেখানে গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশের নীচে ছিল তরুণরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top