শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

0


 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ রুটের কয়লা ঘাট এলাকায় আজ সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ ট্রাফিক পরিদর্শক বাবুলাল।


তিনি জানান, নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে এমবি হাবিব হাসান নামের লঞ্চটি  বন্দর কয়লা ঘাট শীতলক্ষ্যা নদী দিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিল। এসময় একটি কার্গো জাহাজ লঞ্চটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এসময় ১৫-২০ জন সাঁতরে পারে উঠতে সক্ষম হয়। বাকি যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে নৌ পুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলের দিকে যাত্রা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top