সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন সনাক্ত করা হয়েছে ৭ হাজার ২১৩ জন। এ নিয়ে সারাদেশে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। এটি একদিনের করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড।এ নিয়ে সারাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৩৮৪ জন।
০৬ এপ্রিল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সকল তথ্য জানানো হয়।
এ সময় আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ হাজার ৯৬৯ জন করোন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ সময় ৩৪ হাজার ৩১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


