শর্ত মেনে গণপরিবহন চলবে কাল থেকে

0


 

আগামীকাল থেকে বেশ কিছু শর্ত মেনে গণপরিবহন চলবে। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম সহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। তবে সিটি কর্পোরেশনের বাইরের কোন গণপরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং বের হতে পারবে না। আজ মঙ্গলবার বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে এসকল কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


এ সময় তিনি জানান, কিছু শর্ত মেনে গণপরিবহন চালাতে হবে। শর্তগুলো হলো :

প্রতি ট্রিপ এর শুরুতে এবং শেষে জীবানুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।

গণপরিবহন সংশ্লিষ্টদের এবং যাত্রীদের অবশ্যই বাধ্যতামূলক মাক্স পরিধান করতে হবে।

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

কোনভাবেই সমন্বয় করা ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

গাড়িতে আসন সংখ্যার অর্ধেক পরিমাণে যাত্রী বহন করতে হবে।


এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে বলে মন্ত্রী নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top