শরীয়তপুর জেলা সদর হাসপাতালের সামনের সড়কে শিল্প ও বাণিজ্য মেলা বসানোর কারণে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দিনের বেলায় এই যানজট কিছুটা সহনশীল থাকলেও সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমন অবস্থায় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
এই সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহা. মুস্তাফিজুর রহমান জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌর প্রশাসকের কাছে মেলা স্থানান্তর বা বন্ধের দাবিতে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। ৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠানো এই নোটিশে তিনি উল্লেখ করেছেন, "এভাবে মেলা চলতে থাকলে জরুরি সেবা ব্যাহত হচ্ছে এবং জনজীবন অসহনীয় হয়ে উঠছে।"
জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, তারা এখনো এই নোটিশ হাতে পাননি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন। তারা বলেন, "আমরা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেব এবং মেলার বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করব।"
স্থানীয় বাসিন্দারা মেলার কারণে সৃষ্ট যানজটের ফলে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, "হাসপাতালে পৌঁছানোর পথ বন্ধ থাকায় অনেক সময় জরুরি রোগীদের সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।"
মেলার স্থান পরিবর্তন বা বন্ধ করা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে আলোচনা শুরু হয়েছে। এর ফলে ভবিষ্যতে মেলা আয়োজনের স্থান নির্ধারণে আরো সতর্কতা অবলম্বন করা হতে পারে।


